দেখে নিন এই মাসের স্মার্টফোন ও গ্যাজট আপডেট….
এই করনাকালেও থেমে নেই টেক ইন্ডাস্ট্রি। প্রতি মাসের মতো এই মাসেও উদ্ভোধন হতে যাচ্ছে বেশ কয়েকটি স্মার্টফোন ও গ্যাজেট। টেকভান্ডার আজ প্রকাশ করছে এমনিই কয়েকটি আপডেট নিউজ। নিচে দেওয়া হল……….
![]() |
picture credit:onlinelogomaker.com |
Read This Blog in English ☛click here☚
*কোয়ালকোম স্নাপড্রাগন ৬৯০জি
কোয়ালকোম স্নাপড্রাগন ৬৯০জি খুব শিঘ্রই বাজারে আসতে চলছে। এটি মুলত একটি ৫জি প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর। যার ২টি কোর ক্রিও৫৬০ এবং বাকি ৬টি কোর করটেক্স এ৬৫। আসা করা যায় নকিয়া ৭.৩ মোবাইটিতে এই প্রসেসরটি সর্বপ্রথম ব্যবহার করা হবে। তবে এই প্রসেসরের স্মার্টফোনগুলো ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে বাজারে আসতে পারে।
*এপেল WWDC20 ফেস্ট
এপেল তাদের WWDC20 ফেস্ট এর অফিসিয়াল তারিখ জানিয়ে দিয়েছে। জুনের ২২ তারিখ হতে যাচ্ছে বিশাল এই অনুষ্ঠানটি। এই ফেস্টে এপেল বেশ কিছু জিনিস উদ্ভোধন করবে। যার মধ্যে বহুল আলোচিত আইফোন ১২। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ১২০হার্জ ডিসপ্লে। এর পুরুত্ব হবে মাত্র ৭.৪ মি.মি.। অতএব বুঝাই যাচ্ছে ফোনটি খুবই স্লিম হবে।এছাড়াও এপেল ওয়াচ ৬ ও আইওএস ১০ উন্মোচন হবে। সেই সাথে আসছে এপেল এয়ার পাওয়ার চার্জিং ম্যাট। যার মাধ্যমে একসাথে এপেল এর ৩টি ডিভাইস একসাথে চার্জ দেওয়া যাবে।
Read This Blog in English ☛click here☚
*ভিভোর ৩টি মডেল
কিছুদিন আগেই বাজারে এসেছে ভিভো ভি১৯। এরই ধারাবাহিকতায় বাজারে আসতে চলছে ভিভো ভি১৯ প্রো। সেই সাথে বাজেট ফোন হিসেবে আসছে ভিভো ভিডিও+ এবং ভিভো সেকেন্ডস টু প্লে মিনি গেইম।
*আসুসের ২টি মডেল
আসুস বাজারে খুব শীঘ্রই তাদের ২টি মডেলের স্মার্টফোন আনতে চলেছে। একটি হল আসুস জেনফোন ৭ এবং অপরটি হল আসুস রগ৩। জেনফোন ৭ সম্পর্কে না জানালেও রগ৩ সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। রগ৩ এ ব্যভার করা হচ্ছে স্নাপড্রাগন ৮৬৫ এর অভারক্লক ভার্সন। যার ক্লক স্পিড ৩.০৯গিহার্জ। ডিসপ্লের সাইজ হবে ৬.৯৫ ইঞ্চি। ১৬জিবি র্যামের মোবাইলটির পিছনে ব্যবহার করা হয়েছে ৩টি ক্যামেরা।
Read This Blog in English ☛click here☚
*স্যামসাং জেড ফ্লিপ ৫জি
স্যামসাং বাজারে নিয়ে আসছে জেড ফ্লিপ ৫জি নামের ফ্লিপ স্মার্টফোন। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর। এতে থাকছে ২টি ব্যাটারি যার মধ্যে ১টি হচ্ছে ২৬০০ এমএইচ এর এবং অন্যটি ৭০০এমএইচ এর।
*মিশ্র
অপো বের করতে চলেছে অপো ফাইন্ড এক্স ২। ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ফোনটি বাজারে আসতে পারে প্রায় ৬৫,০০০ টাকায়। শাওমি বাজারে আনতে চলেছে রেডমি ৯ এবং রেডমি কে৩০ প্রো। টেকনো এই প্রথম তাদের ফোনে ব্যবহার করতে যাচ্ছে মিডিয়াটেক জি৯০ টি। সেই সাথে ওয়ানপ্লাস নিয়ে আসছে তাদের নতুন মডেল ওয়ানপ্লাস জেড।
আজ এই পর্যন্তই, এমন দারুন দারুন টেক আপডেট পেতে টেক ভান্ডার এর পাশের থাকুন।
Read This Blog in English ☛click here☚