২.৩ বিলিয়নের অধিক ব্যবহারকারী নিয়ে ভিডিও স্ট্রিমিং ও আপলোডিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে বিশ্বের সর্ববৃহৎ হলো ইউটিউব। পরিসংখ্যান অনুযায়ী, ইউটিউবে প্রায় ৩১ মিলিয়নের অধিক ব্যবহারকারী যারা প্রতিদিন প্রায় ৫ বিলিয়নের ও বেশী ভিডিও দেখে থাকে।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপ – এসব কিছু সার্চ করতে করতে হাঁপিয়ে উঠেছেন? তাহলে আপনাকে আর খুজঁতে হবেনা। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সকল অ্যাপ, নিয়ম ও সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত এই পোস্টেই পেয়ে যাবেন। তাই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা কি বেআইনী?
ইউটিউরের তথ্যানুসারে, “ইউটিউব এ থাকা যেকোনো কনটেন্ট পুনরুৎপাদন, অনুলিপি, প্রেরণ, বিতরণ, প্রদর্শন, সম্প্রচার, বিক্রয়, লাইসেন্স, বা অনুমতি ছাড়া ব্যবহার করা অনুচিত।”
এর অর্থ হলো ইউটিউবের অফিসিয়াল অ্যাপ বা সিস্টেম ছাড়া অন্য যেকোনো মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা গুগল অপছন্দ করে। যদিও যেকোনো ব্রাউজার কিংবা অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেও ইউটিউব ভিডিও দেখা যায়।
সাধারণত ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অ্যাপ থেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। ভিডিও স্ট্রিম করার সময় ইউটিউব অ্যাপে ভিডিওর নিচে একটি ডাউনলোড বাটন দেখা যায়। বাটনটি ক্লিক করলে ভিডিও ডাউনলোড করা যায়, কিন্তু সেই ভিডিও শুধুমাত্র ইউটিউব অ্যাপের মধ্যেই চলবে যা দেখতে ইন্টারনেট দরকার হবেনা।
এই পদ্ধতি ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা ইউটিউবের টার্মস অফ সার্ভিস এর মধ্যে নেই।
নিজের আপলোডকৃত নিজস্ব কনটেন্ট ইউটিউব থেকে ডাউনলোড এর ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা নেই। তবে ব্যক্তিগতভাবে শুধুমাত্র দেখার জন্য ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে, সেই ক্ষেত্রে ইউটিউব কতৃপক্ষ বা কনটেন্ট ক্রিয়েটর কাওরই সমস্যা হওয়ার কথা না।
ইউটিউব ভিডিও ডাউনলোড এর নিয়ম
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এসব সাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ফরম্যাটে ইউটিউবের ভিডিও ডাউনলোড সম্ভব। কিন্তু সঠিক ইউটিউব ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট খুঁজে বের করা এতোটাও সহজ নয়।
আমরা খুঁজে বের করেছি ইউটিউব ভিডিও ডাউনলোড এর সবচেয়ে সহজ কিছু সফটওয়্যার ও সহজ কিছু উপায়। এসব ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।
প্রথমেই ইউটিউব ভিডিও এর লিংক কপি করতে হবে। অতঃপর উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ওই লিঙ্ক পেস্ট করতে হবে। এরপর ভিডিও কনভার্ট কমপ্লিট হলে পছন্দসই ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই, ডাউনলোড এর সফটওয়্যার ও অ্যাপ এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে।
SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড
SaveFrom.net একটি অনলাইন ভিডিও ডাউনলোডার সাইট। এই সাইটটি ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড, আইফোন থেকে শুরু করে আইপ্যাড, পিসি, ম্যাক সহ যেকোনো ইন্টারনেট কানেকশন যুক্ত ডিভাইসে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।
ইউটিউব ভিডিও ডাউনলোডের পাশাপাশি, SaveFrom.net থেকে অন্য সকল প্লাটফর্ম থেকেও ভিডিও ডাউনলোড করা যায়। সাইটটি ব্যবহার করে ফেসবুক ভিডিও, টিকটক ভিডিও, ভিকে ভিডিও, ডেইলিমোশন ভিডিও, ভিমিও ভিডিও সহ আরো অনেক প্লাটফর্মের ভিডিও খুব সহজেই ডাউনলোড সম্ভব।
এই সাইটটি ব্যবহারের মাধ্যমে ইন্সটাগ্রাম এর ছবি, ভিডিও থেকে শুরু করে স্টোরিও ডাউনলোড করা যায়। SaveFrom.net ব্যবহারের মাধ্যমে সাউন্ডক্লাউড(Sound Cloud) থেকেও গান ডাউনলোড করা যায়। এছাড়াও হটস্টার(Hotstar) থেকে ভিডিও ডাউনলোড করা যাবে এই সাইটটি ব্যবহার করে।
SaveFrom.net ব্যবহার করে ইউটিউব ভিডিও যেকোনো ব্রাউজার ব্যবহার করেই ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি ব্যবহার করে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এডজ, সাফারি সহ সকল ব্রাউজার থেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড সম্ভব।
SaveFrom.net হতে ৪কে, ২কে, এইচডি, এসডি, ইত্যাদি বিভিন্ন কোয়ালিটি ফরম্যাটে ভিডিও ডাউনলোড করা যায়। তবে ডাউনলোড করা ভিডিও এর কোয়ালিটি অনেকাংশেই আপলোডকৃত ভিডিও এর কোয়ালিটির উপর নির্ভরশীল। চলুন জেনে নেই, কীভাবে SaveFrom.net সাইটটি ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন।
কম্পিউটারের মাধ্যমে SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতেঃ
- যেই ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক যে ব্রাউজার ব্যবহার করছেন সেই ব্রাউজারের এড্রেস বার থেকে কপি করুন;
- এখন SaveFrom.net ওয়েবসাইটে প্রবেশ করুন;
- যে লিঙ্কটি কপি করেছেন সেই লিংকটি ওয়েবসাইটে প্রদত্ত বক্সে পেস্ট করুন;
- এরপর যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, তা নির্বাচন করুন;
- ভিডিওর কোয়ালিটি নির্বাচন করার পর পরই ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস এ SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতেঃ
- ইউটিউব অ্যাপে প্রবেশ করে যে ভিডিওটি ডাউনলোড করবেন, সেটি বের করুন;
- কাংখিত সেই ভিডিও এর পাশে থাকা থ্রি-ডট অপশনে ক্লিক করুন;
- “Share” অপশনটি ক্লিক করুন;
- “Copy Link” অপশনে ক্লিক করুন;
- এরপর ক্রোম, ফায়ারফক্স অথবা অন্য যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন;
- ওয়েবসাইটে প্রবেশ করে এড্রেস বারে SaveFrom.net টাইপ করুন;
- কপি করা লিঙ্কটি পেস্ট করুন;
- এরপর যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, তা নির্বাচন করুন;
- ভিডিওর কোয়ালিটি নির্বাচন করার পর পরই ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
Genyt.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড
অ্যান্ড্রয়েড, আইওএস শুরু করে কম্পিউটারেও ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য অন্যতম আরেকটি সহজ ওয়েবসাইট হচ্ছে Genyt.net। সাইটটিতে সম্পূর্ণ ইউটিউব ভিডিও ক্যাটালগ রয়েছে, যেখান থেকে সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে। সাইটটি সম্পূর্ণ বিনামুল্যে হওয়ায় সাইটটিতে বিজ্ঞাপন প্রদর্শিত হয় এবং ওয়েবসাইটটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা অতীব প্রয়োজন।
সাইটটিতে প্রবেশের পর দেখতে পাবেন ইউটিউবের ট্রেন্ডিং গান ও ভিডিওগুলো। পাশের সাইডবারে ইউটিউব ভিডিও সমুহ আলাদা ক্যাটাগরি হিসেবে সাজানো রয়েছে।
ওয়েবসাইটের উপরে একটি সার্চবার রয়েছে, যেখানে ইউটিউবে প্রবেশ করা ছাড়াই ইউটিউবের যেকোনো ভিডিও ডাউনলোড করা যাবে। এছাড়াও ইউটিউবের কাঙ্কিত ভিডিওর লিংক এই সার্চ বারে পেস্ট করে ভিডিও ডাউনলোড করা যায়।
Genyt.net এর ক্রোম এক্সটেনশন ব্যবহার করেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এখানে ক্লিক করে ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করুন।
Genyt.net থেকে অ্যান্ড্রয়েড, আইফোন, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে নিচের পদক্ষেপ অনুসরণ করুন,
- যেই ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক যে ব্রাউজার ব্যবহার করছেন সেই ব্রাউজারের এড্রেস বার থেকে কপি করুন;
- এখন Genyt.net ওয়েবসাইটে প্রবেশ করুন;
- যে লিঙ্কটি কপি করেছেন সেই লিংকটি ওয়েবসাইটে প্রদত্ত বক্সে পেস্ট করুন;
- এরপর যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, তা নির্বাচন করুন;
- ভিডিওর কোয়ালিটি নির্বাচন করার পর পরই ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
yt1s.com থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড
ইউটিউব ভিডিও ডাউনলোড ছাড়াও YT1S.com ওয়েবসাইটে আরো অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমনঃ ওয়েবসাইটটিতে ইউটিউব ভিডিও এমপি৩ আকারে কনভার্ট করে ডাউনলোড করা যাবে। এছাড়া ফেসবুক ভিডিও ও ডাউনলোড করা যায় সাইটটির মাধ্যমে।
yt1s.com ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে নিচের পদক্ষেপ অনুসরণ করুন,
- যেই ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক যে ব্রাউজার ব্যবহার করছেন সেই ব্রাউজারের এড্রেস বার থেকে কপি করুন;
- এখন yt1s.com ওয়েবসাইটে প্রবেশ করুন;
- যে লিঙ্কটি কপি করেছেন সেই লিংকটি ওয়েবসাইটে প্রদত্ত বক্সে পেস্ট করুন;
- এরপর যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, তা নির্বাচন করুন;
- ভিডিওর কোয়ালিটি নির্বাচন করার পর ডাউনলোড বাটল ক্লিক করলেই ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস এ Yt1s.com থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতেঃ
- ইউটিউব অ্যাপে প্রবেশ করে যে ভিডিওটি ডাউনলোড করবেন, সেটি বের করুন;
- কাংখিত সেই ভিডিও এর পাশে থাকা থ্রি-ডট অপশনে ক্লিক করুন;
- “Share” অপশনটি ক্লিক করুন;
- “Copy Link” অপশনে ক্লিক করুন;
- এরপর ক্রোম, ফায়ারফক্স অথবা অন্য যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন;
- ওয়েবসাইটে প্রবেশ করে এড্রেস বারে yt1s.com টাইপ করুন;
- কপি করা লিঙ্কটি পেস্ট করুন;
- এরপর যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, তা নির্বাচন করুন;
- ভিডিওর কোয়ালিটি নির্বাচন করার পর পরই ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
ভিএলসি প্লেয়ারের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড
কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে কমবেশি সবাই ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকেন। যেকোনো ফরম্যাটের মিডিয়া ফাইল ভিএলসি প্লেয়ারের মাধ্যেমে চালানো যায়। তবে ভিএলসি মিডিয়ার প্লেয়ার এর সুবিধাসমুহ এতেই সীমাবদ্ধ থাকছেনা।
ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে যেকোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে। তবে শুধুমাত্র কম্পিউটারেই ভিএলসি প্লেয়ার ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে।
কম্পিউটারে ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে নিচের পদক্ষেপ অনুসরন করুনঃ
- যেই ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিওর লিংক যে ব্রাউজার ব্যবহার করছেন সেই ব্রাউজারের এড্রেস বার থেকে কপি করুন;
- ভিএলসি প্লেয়ার ওপেন করে তাতে প্রবেশ করুন;
- Media মেন্যুতে গিয়ে Network Stream অপশন সিলেক্ট করুন;
- network URL বক্সে যে লিঙ্কটি কপি করেছেন সেই লিংকটি পেস্ট করুন এবং Play অপশনে ক্লিক চাপুন;
- ভিডিও চলাকালীন সময়ে Tools মেন্যু থেকে Codec Information অপশনে প্রবেশ করুন;
- টেক্সটবক্সে ভিডিও এর ডিরেক্ট লিংক পেয়ে যাবে, সেই লিঙ্কটি কপি করুন;
- কপি করা লিংকটি আপনার পছন্দমতো যেকোন ব্রাউজারের এড্রেস বারে পেস্ট করুন;
- এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে Save Video As অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ করুন।
যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোড এর এই প্রক্রিয়াটি শুধুমাত্র কম্পিউটারে কাজ করে, সেক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে আপনার অবশ্যই ডেক্সটপ অথবা ল্যাপটপ এর দরকার হবে। ভিএলসি অ্যান্ড্রয়েড অ্যাপে এই ফিচার কাজ করেনা।
ইউটিউব ভিডিও ডাউনলোড এর সেরা ওয়েবসাইট বা অ্যাপ কোনটি?
মোবাইলে হোক কিংবা কম্পিউটারে , ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড এর প্রক্রিয়া উভয় ক্ষেত্রেই প্রায় একই। যদি মনে প্রশ্ন আসে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সেরা অ্যাপ অথবা ওয়েবসাইট কোনটি, সেক্ষেত্রে ব্যাক্তিভেদে উত্তর সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড এর ক্ষেত্রে আপনি আপনার পছন্দের ওয়েবসাইটটি নির্বাচন করুন।
উপরের তালিকা হতে আপনার পছন্দের ইউটিউব ভিডিও ডাউনলোডার কোনটি? আমাদের কমেন্ট সেকশনে জানান।
I have to thank you for the efforts you’ve put in writing this website.
I really hope to view the same high-grade blog posts by you later on as well.
In fact, your creative writing abilities has encouraged
me to get my very own blog now 😉
Thank You so much. Stay with Tech Bhandar.
This is a very interesting article. Please, share more like this!
site